শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাস কোম্পানিগুলোকে একই প্ল্যাটফরমে আনার উদ্যোগ

হামিম আহসান: একটি রুটের সব বাস কোম্পানিকে একই প্লাটফর্মে আনতে চায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই লক্ষ্যে বিমানবন্দর থেকে সায়েদাবাদ পর্যন্ত সড়কে ১৭ কিলোমিটার সড়কে শুরু হচ্ছে পাইলট প্রকল্প। যার বাস্তবায়ন ২০১৯ সালের শেষে।

রাজধানীতে ২৮৯ রুটে চলাচল করে সাড়ে চার হাজার বাস। দেড় কোটি মানুষের এই শহরে পরিবহন স্বল্পতায় প্রতিনিয়ত চলছে যাত্রী ভোগান্তি।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায়, এক রুটে একাধিক কোম্পানির বাস চলায় সড়কে ফিরছে না শৃঙ্খলা।

গণপরিবহনের সেবা নিশ্চিতে বিমানবন্দর থেকে সায়েদাবাদ পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের সব বাসকে ফ্রাঞ্চাইজির আওতায় আনছে ডিটিসিএ। এর সুফল মিললে পুরো শহরকে ছয় করিডোরে ভাগ করে দেয়া হবে ছয়টি ফ্রাঞ্চাইজির কাছে। তখন ২৮৯ থেকে রুট কমে দাঁড়াবে ৯০-এ। এক রুটে চলবে শুধু একটি ফ্রাঞ্চাইজির বাস।

ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদ বলেন, একেক করিডরে একেক রকম রঙ্গের বাস চলবে এবং সেই বাসের রঙ্গ দেখে বুঝা যাবে এই বাসটি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। যা যাত্রী সাধারণ সহজে বুঝতে পারবে। আমাদের পরিকল্পনায় আছে প্রত্যেকটা স্টপজে বাসের তথ্য দেওয়া থাকবে। যাত্রীরা দেখেতে পারবে কোন সময়ে কোন বাসটা আসবে।

আর এই লক্ষ্যে পাইলট প্রকল্প শুরু করতে ১০৫টি আর্টিকুলেটেড বাস কেনার প্রস্তাব ডিটিসিএ-র। তবে বাসের মালিকানা প্রশ্নে বাস মালিকদের সঙ্গে রয়েছে মতবিরোধ। নিজেদের পছন্দ মতো বাস কিনে মালিকানাও নিজেদের কাছেই রাখতে চান পরিবহন ব্যবসায়ীরা।

অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, গাড়ি কিনতে হবে এখানে যারা গাড়ির মালিক হবে তাদের পছন্দ অনুযায়ী।

পুরো রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে ফ্রাঞ্চাইজির আওতায় আনা গেলে ঘণ্টায় অন্তত ১০ হাজার যাত্রী পরিবহন সম্ভব বলেও জানায় পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

সূত্র: ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়