শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতরানের জুটি গড়ে ড্র’র স্বপ্ন দেখাচ্ছে মুমিনুল-লিটন জুটি (সরাসরি ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: চতুর্থদিনের শেষবেলায় স্কোরকার্ডে ৮১ রানের পাশে ৩টি উইকেট হারানোর সংকেত দেখে বাংলাদেশের মনে উঁকি দিয়েছিল ইনিংস হারের শঙ্কা। ঐ রান নিয়ে আজ সকালে মুমিনুলের সঙ্গী হয়ে মাঠে নামেন লিটন দাস।

এখন পর্যন্ত এ জুটি দেখেশুনেই ব্যাটিং করছে। সাবধানী এ জুটি ইতিমধ্যে গড়েছেন ১০২ রানের কার্যকরী এক পার্টনারশিপ। ধীরে ধীরে লিড শোধের দিকেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। লঙ্কানদের চেয়ে আর মাত্র ১৮ রান পিছিয়ে আছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮২ রান। ইনিংসে পঞ্চমদিনের লাঞ্চ বিরতি চলছে। এর আগে ক্যারিয়ারে ১৩তম অর্ধশত রান তুলে নিয়েছেন মুমিনুল হক। ৬৫ রান নিয়ে মুমিনুল ও ৪৭ রান নিয়ে লিটন দাস ক্রিজে আছেন।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মুমিনুল, মাহমুদুল্লাহ ও মুশফিকের ব্যাটে ৫১৩ রানের একটি বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে লঙ্কানরাও কম যায়নি। কুশল মেন্ডিস, ধনঞ্জয়া, রোশান ও চান্দিমালের ব্যাটে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে।

গতকাল ২০০ রানে পিছিয়ে থেকে শেষ সেশনে ব্যাট করতে নেমে রীতিমতো ওয়ানডে স্টাইলে খেলা শুরু করে তামিম ও ইমরুল। ১৪ ওভারে ৫২ রানের জুটি ভেঙ্গে ফিরে যান ইমরুল কায়েস। ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি তামিমও। ইমরুল ফেরেন ১৯ রানে এবং তামিম ফেরেন ৪১ রানে। আর রঙ্গনা হেরাথকে ডিফেন্স করতে যেয়ে মুশফিকের প্যাভিলিয়নে ফেরার মধ্যে দিয়ে শেষ হয় চতুর্থদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়