শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে ট্রেনের নিচে ৮ গরুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক কৃষকের আটটি গরু মারা গেছে।

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, শনিবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বারতোপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গরুর মালিক কৃষক মিয়ার উদ্দিন বলেন, অন্যদিনের মতই সকালে তিনি বাড়ি থেকে গরুগুলো নিয়ে মাঠে যাচ্ছিলেন।

তিনি বলেন, গরুগুলো রেললাইন ধরে এগিয়ে চলছিল। আমি একটু পিছিয়ে পড়েছিলাম। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস এসে পড়লে কাটা পড়ে আটটি গরু। অপলোক তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।

মিয়ার উদ্দিনের সম্বল বলতে ছিল ওই আটটি গরুই। তিনি দীর্ঘক্ষণ রেললাইনের এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃত গরুগুলো আগলে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছে।

তার স্ত্রী জামেনা আক্তার বলেন, ‘অনেক কষ্ট ও সাধনার ধন ছিল গরুগুলো। তিল তিল করে অনেক শ্রমে নিজের সন্তানের মতই লালন-পালন করে বড় করেছিলাম।’

তিনি বলেন, ‘এই গরুগুলো দিয়ে পরের জমি বর্গা চাষ করতাম। গাভীর দুধ বেচে সংসার চলত। চোর থেকে রক্ষার জন্য স্বামী-স্ত্রী কয়েক বছর ধরে গরুগুলোর সাথেই রাত কাটাতাম। আগামী কোরবানি ঈদে বিক্রি করে ইট দিয়ে ঘর বানানোর স্বপ্ন ছিল।’

গরুগুলো মরে যাওয়ায় ইটের ঘর তোলার স্বপ্ন আর বাস্তবায়িত হবে না বলে জানান কৃষক দম্পতির ছেলে খোরশেদ আলম।

স্টেশন মাস্টার সাইদুর বলেন, ‘অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়