শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদরাসা শিক্ষাকে মূল ধারায় আনতে হবে

ব্যারিস্টার আফতাব উদ্দিন : মাদ্রাসা আছে দুই ধরনের। এক. কওমী মাদরাসা, দুই সরকারী আলীয়া মাদরাসা। এরা একটা শৃঙ্খলার মধ্যে থাকে। তাদের ভেতরে কি হয় আমরা জানি না। হত্যার শাস্তি মৃত্যুদন্ড, যদি প্রমাণ হয়। এটাকে মূল ধারার শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে হবে। এখন ওরা একটি বিচ্ছিন্ন জগতে বাস করে। ওরা বাংলাদেশে থাকে, এদেশের সমাজে বড় হয়, এখানে জীবিকার জন্যে বাস করে। কিন্তু এই সমাজ ব্যবস্থার জন্যে এর অর্থনীতি, রাজনীতি ওরা কিছুই জানে না। ওরা পড়ে অন্য জিনিস, ওরা জানে অন্য জিনিস। এজন্য এই বিচ্ছিন্নতা। এজন্য আমরা জানি না আমার দেশের ভেতরে কি হয় আসলে? এরা বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে বলেই এরা নিজেদের মধ্যে হানাহানি এবং এই ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হয়। এর জন্য শাস্তি প্রচলিত আইন অনুযায়ী হবে।

হত্যার শাস্তি যা আছে তাই হবে। সমাধান হচ্ছে আইনগত একটা ব্যবস্থা । তার জন্য মামলা হবে, মামলায় দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী শাস্তি হবে। সামাজিক সমাধান হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে মূল ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। তাদেরকে বাংলাদেশের মানুষ ও সমাজ সম্বন্ধে জানতে হবে। বাংলাদশের রাজনীতি, অর্থনীতি সম্বন্ধে জানতে হবে। বাংলাদেশের জলবায়ু, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সবকিছুতে ভূমিকা রাখতে হবে। ইতিহাস, রাজনীতি, মুক্তিযুদ্ধ এগুলো যদি না জানে তাহলে তারা বিচ্ছিন্নই থাকবে। এজন্য সমাধানের পথ হচ্ছে দুটো।

একটা তো আইনগত, অপরটি হচ্ছে সমাজের যারা অভিভাবক, যারা দেশ পরিচালনা করেন, বর্তমান সরকারে যে দল আছে, তাদেরকে চিন্তা করতে হবে যে, এই শিক্ষা ব্যবস্থাকে মূল ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলেই এই ধরনের সমস্যার সমাধান হবে। যারা মাদরাসায় পড়াশোনা করে তাদের জীবিকার পথটাও কিন্তু অনেক সীমিত থাকে। তারা অনিশ্চয়তায় থাকে যে, তারা পাস করে কি করবে?

পরিচিতি: আইনজীবী ও মহাসচিব, জাতীয় মানবাধিকার সোসাইটি
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়