শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রি চিকিৎসা নিলেন ২০০ রোগী!

ডেস্ক রিপোর্ট : ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্হিবিভাগ থেকে বিনা পয়সায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিয়েছেন ২০০ জন রোগী ।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০০ জন রোগী হাসপাতালটির বর্হিবিভাগ থেকে এ চিকিৎসা সেবা নেন।

বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি ৫০ শতাংশ ডিসকাউন্টে বিভাগের রোগীদের ডাইগোনেসিস সুবিধা দিয়েছে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি। ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা গ্রহীতারা দ্বিতীয় সাক্ষাতেও ভিজিট মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

বর্হিবিভাগে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পরিদর্শন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল ও হাসপাতাল লিঃ এর সিইও এবং অধ্যক্ষ অধ্যাপক ডা এমএ আজিজ। এসময় হাসপাতালটির প্রশাসন শাখার পরিচালক ডা আব্দুল মালেক মৃধা উপস্থিত ছিলন।

অধ্যাপক ডা. এএম আজিজ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে বলেন, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মানবতার সেবায় নিয়োজিত। সকল শ্রেণীর রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা প্রায়ই অস্বচ্ছল রোগীদের জন্য বর্হিবিভাগে ফ্রি মেডিকেল ক্যাম্প বসাই। যাতে তারাও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে পারেন।

শনিবার হাসপাতালটির বর্হিবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্জারী, গাইনী ও অবস, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্মও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়