শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি আত্মরক্ষার কর্মসূচি ঘোষণা করেছে (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : চলতি মাসের আট তারিখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এই মামলার রায়কে ঘিরেই চলছে বিভিন্ন আলোচনা, সমালোচনা। যারা রাজনীতি করেন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন কথা বলতে পারেন কিন্তু মিডিয়ার এই আলোচনায় এসে সব কথা বলতে পারি না। মোট কথা একটি মামলার বিচারিক প্রক্রিয়া চলছে সেটার কি রায় হবে তা রায় ঘোষণার আগে বলা সম্ভব নয়। তারপরেও মনে হচ্ছে বিএনপি একটি জরুরী সিদ্ধান্ত নিয়ে রাখছে। গতকাল খালেদা জিয়া বলেছেন আমি যদি নাও থাকতে পারি তাহলে আপনার এই বিষয়গুলোকে সামনে রাখবেন।

শনিবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা।

তিনি আরো বলেন, বিএনপি অনেক দিন থেকেই ভালো আন্দোলন করতে পারে নি। সরকারের বর্তমানে যে রাজনৈতিক অবস্থা সেটা দেখে বিএনপি আন্দোলনের কোনো কর্মসূচি দেয়নি। বরং বিএনপি আত্মরক্ষার কর্মসূচি দিয়েছে। আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনে আসার নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েই এগুচ্ছে। কারণ গত নির্বাচন নিয়ে অনেক কথাই হচ্ছে।

শামীম রেজা আরো বলেন, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া গতকাল যে ছয়টি শর্ত দিয়েছেন সেখানে একটি শর্ত হচ্ছে, নির্বাচনের সময় সংসদ ভেঙ্গে দিতে হবে। অথচ প্রধানমন্ত্রী নির্বাচনের যে, রূপরেখা দিয়েছেন সেখানে কিন্তু সংসদ ভেঙ্গে দেওয়ার কোনো কথা নেই। আর এটাই সরকারি দলের অবস্থান। সুতরাং অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম।

http://www.bioscopelive.com/en/channel/channel-i

  • সর্বশেষ
  • জনপ্রিয়