শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তপ্ত হচ্ছে রাজনীতি সতর্ক কূটনীতিকরা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে বরাবরই দ্বিধা-দ্বন্দ্বে থাকেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। এবার জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার আগে রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার বিচার প্রক্রিয়ার গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করেছেন তারা। বিএনপি চেয়ারপার্সনও সম্প্রতি এসব কূটনীতিককে আমন্ত্রণ জানিয়ে এ বিষয়ে অবহিত করেছেন।

ঢাকাস্থ একটি প্রভাবশালী দেশের এক দূতাবাস কর্মকর্তা জানান, আমরা খালেদা জিয়ার মামলার বিচার প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একইসঙ্গে রায়ের জন্য অপেক্ষায় আছি। আইনকে সম্মান করাও সহিংসতা পরিহারের জন্য সবার প্রতি আহ্বান জানাই।

ঢাকাস্থ আরেকটি দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইনগত প্রক্রিয়া চলমান থাকায় এ নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সেখানকার এক কর্মকর্তার ভাষ্য, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন। তখন তারা এ বিষয়ে বক্তব্য রাখতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ারও বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়ার দিন ধার্য করা হয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি। এই রায় তার বিপক্ষে গেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ তার জন্য অনিশ্চিত হয়ে পড়তে পারে। কারণ, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার বিষয়ে বাংলাদেশের সংবিধানের বিধান হচ্ছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সর্বনি¤œ দুই বছরের কারাদণ্ড হলে ও মুক্তিলাভের পর পাঁচ বছর পর্যন্ত প্রার্থী হওয়া যাবে না। তবে বিচারিক আদালতের রায় যদি স্থগিত করে আপিলের জন্য আপিল আদালত গ্রহণ করে তাহলে নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে ওই অনুচ্ছেদ বাধা নয়।

জানা গেছে, বিদেশ থেকে এতিমদের জন্য আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়। মানবকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়