শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টার্গেট থেকে বেশি বিক্রি হয়েছে

ডেস্ক রিপোর্ট  : এক মাস চারদিন পরে বাণিজ্যমেলার পর্দা নামছে আজ। শেষ হচ্ছে ক্রেতা-বিক্রেতার মহা মিলনমেলা। আগারগাঁওস্থ মেলা প্রাঙ্গণ এতদিন ছিল রমরমা। মাসব্যাপী এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১শে জানুয়ারি, যা পরবর্তীতে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। এ বছর মেলায় বিক্রির হার গত বছর থেকে বেশি হয়েছে বলে জানান মেলা কর্তৃপক্ষ। ২০১৮ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মোট টার্গেট বিক্রি ধরা হয়েছিল ১৫০ কোটি টাকা, যা ইতিমধ্যে ছুঁয়েছে।

আগের বছর মেলায় মোট বিক্রির পরিমাণ ছিল ১৪৩ কোটি টাকা। গত বছর থেকে এ বছর ভ্যাট আদায়ের পরিমাণও বেড়েছে। ২০১৭ সালের

বাণিজ্যমেলায় স্টলগুলো থেকে ভ্যাট আদায় করা হয়েছিল ২ কোটি ৯৫ লাখ টাকা। এ বছর তা অনেক আগেই ছাড়িয়ে গেছে। ২রা ফেব্রুয়ারির হিসেব মতে বাণিজ্যমেলার স্টলগুলো থেকে মোট ৩ কোটি ৯২ লাখ টাকা আদায় করা হয়েছে। তবে টার্গেট ভ্যাট আদায় এখনো পূরণ হয়নি বলে জানান মেলার ভ্যাট অফিসের কর্মকর্তারা। এবছর মেলায় তৎপর ছিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ টিম। মেলার শুরু থেকেই তারা ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি ও তদারকির মাধ্যমে মেলার বিশেষ ভূমিকা রেখেছে। যে কারণে মেলায় ভেজাল খাবার ও পণ্য বিক্রির কথা তেমন একটা শোন যায়নি। এ বছর মেলায় ৩৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তারা অভিযোগ দায়ের করেছিল। সেগুলো থেকে ৪ লাখ ৮৬ হাজার টাকা জরিমানায় শুনানি নিষ্পত্তি করে। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিজেরা তদারকি করে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। প্রথম দিকে মেলায় লোকজনের উপস্থিতি কম হওয়ায় মেলার টিকিট বিক্রির ইজারাদার মীর ব্রাদার্স পড়েছিল চিন্তায়। তবে শেষের দিকে ক্রেতা-দর্শনার্থী বাড়ায় তাদের হতাশা কেটে গেছে। ৮ কোটি টাকায় ইজারা নিয়েছিল মীর ব্রাদার্স। তারা বলেন, লাভ না হলেও সমান সমান থাকা যাবে।

মেলা সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সফলভাবে সমাপ্তি টানাটা আমাদের জন্য ছিল প্রথম চ্যালেঞ্জ। এবছর বাণিজ্যমেলায় বিক্রির টার্গেট লক্ষ্যে আমরা প্রায় পৌঁছে গেছি। রপ্তানি আদেশ আগের থেকে বাড়বে বলে আমি মনে করি। মেলার সর্বশেষ হিসেব সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঘোষণা দিবেন। সঠিক হিসাব না দিতে পারলেও এবছর মেলায় বিক্রি ভালো বলে হয়েছে এতটুক আমি বলতে পারি। এবছর শুরু থেকেই মেলার পরিবেশ ছিল ভালো।

বাণিজ্যমেলায় গত বছর থেকে ১ কোটি টাকা বেশি ভ্যাট আদায় করেও সন্তুষ্ট নন দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মো. ইফতেখারুল আলম ভূইয়া। এ কমিশনার বলেন, তার টার্গেট ভ্যাট আদায় ছিল ৫ কোটির অধিক টাকা। কিন্তু সে পর্যন্ত আদায় না হলেও ৫ কোটির কাছাকাছি যাবে বলে জানান। এ কমিশনার বলেন, মেলা থেকে সম্পূর্ণ ভ্যাট আদায় করা কঠিন কাজ। তারপরেও দুজন কমশিনারের নেতৃত্বে তারা ১৭ কর্মকর্তা ও ১৪ কর্মচারী মেলার শুরু থেকে চেষ্টা করে গেছেন। ২রা ফেব্রুয়ারির হিসেব অনুসারে ৩ কোটি ৯২ লাখ টাকা আদায় করা হয়েছে। তবে বাকি শেষ দু’দিনে আরো এক কোটি টাকা আদায় হবে বলে জানান এ কর্মকর্তা। এ বছর বেশি ভ্যাট দেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে সনি-র‌্যাংগস, হাতিল, ওয়ালটন ও আকিজ ইত্যাদি। ভ্যাট পরিশোধের হিসেবে অনুযায়ী এসব প্রতিষ্ঠান ছিল বিক্রির শীর্ষে। এদিকে ভোক্তাদের জন্য কাজ করেতে পেরে খুশি ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

একজন উপ-পরিচালকের নেতৃত্বে ১১ জনর সহকারী পরিচালক ও কর্মচারী মাসজুড়ে মেলায় দায়িত্ব পালন করে গেছেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অািধদপ্তরের সহকারী পরিচালক (তদন্ত) মো. মাসুম আরেফিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষার্থে তারা মেলায় স্টলটি নিয়েছেন। আগের বছরের থেকে এ বছর মেলায় ভেজাল পণ্য বিক্রি এবং খাবারে ভেজাল দেয়ার কথা কম শোনা গেছে। আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা খুব তৎপর ছিলেন। আর মেলায় শুনানি হয় অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে। তাই স্টল কর্তৃপক্ষ ছিল সতর্ক।

উৎসঃ মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়