শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র অভিনেত্রী রাণী সরকারকে ট্রাবের আজীবন সম্মাননা

মতিনুজ্জামান মিটু : চলচ্চিত্র অভিনেত্রী রাণী সরকারকে ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড- ২০১৭ দেয়া হবে। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর কেন্দ্রীয় কমিটি ও ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭ উদযাপন কমিটির সভায় রাণী সরকারকে ওই অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে তাকে আনুষ্ঠানিক ভাবে এ অ্যাওয়ার্ড দেয়া হবে।

বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার (মোসাম্মৎ আমিরুন নেসা খানম) ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে জন্ম নেন তিনি। তার পিতা সোলেমান মোল্লা এবং মাতা আছিয়া খাতুন। তিনি সাতক্ষীরার সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক পাঠক্রম শেষে খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন। ১৯৫৮ সালে বঙ্গের বর্গী মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রানী সরকার।

এই বছরই এ.জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করেন তিনি। সেই ছায়াছবির পর পিতার দেয়া নাম মেরীর বদলে নতুন নাম হয় রানী সরকার। চান্দা চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছায়াছবি তালাশ ও বাংলা ছায়াছবি নতুন সুর এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন রানি সরকার। ছায়াছবি দুটি বেশ জনপ্রিয় হয়। তিনি ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিতে বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়