ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন জিমন্যাস্টিকস ডাক্তার ল্যারি নাসারের বিরুদ্ধে ২৬৬টি যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে মিশিগান আদালত।
প্রসিকিউটর জানিয়েছেন, তার মধ্যে ৬৫ জন ভুক্তভোগী এ সপ্তাহে তিনটি শুনানীতে নাসারের মুখোমুখি হয়েছেন।
১৬০ জনকে নিপীড়ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সপ্তাহে তার একাধিক শুনানীতে ৪০ থেকে ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে আদালত।
তার শিকার ভুক্তভোগীদের মধ্যে অলিম্পিক স্বর্ণ বিজয়ী অ্যাথলেট খেলোয়াড় অ্যালি রাইসম্যান এবং জরদিন ওয়েবারও আছেন। অল্প বয়সী কিশোরীরাও তার এই কুকর্মের শিকার হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে ১৩ বছরের চেয়েও কম বয়সী একজন এবং ১৫/১৬ বছরের দুইজন কিশোরী আছে।
মিশিগানের এক জিমন্যাস্টিক ক্লাবের পেছনের রুমে রোগীদেরকে তিনি যৌন নিপীড়ন করতেন বলে বুধবারের এক শুনানীতে উঠে আসে।
এ ছাড়া শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়ে ইতিমধ্যে তিনি ৬০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সূত্র : বিবিসি ও পরিবর্তন