শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

  পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৪

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে পুলিশের উপর হমলা চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ছিনতাই। হামলায়  পুলিশসহ ৪জন আহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালারুকা ইউপির করছখালী গ্রামে এঘটনা ঘটে।এঘটনায় ১৪ জনকে আসামী করে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করছখালী গ্রামের মৃত সূরুজ আলীর পুত্র একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি আরকান আলীকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ ফেরার পথে আরকানের আত্মীয়-স্বজন মিলে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আসামির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিন (৩২) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

আসামি ছিনতাই ও হামলার ঘটনায় সাব-ইন্সপেক্টর সফিকুল ইসলাম বাদি হয়ে আরকান ও আজিরসহ ১৪জানের বিরুদ্ধে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকৃত আসামি ও পুলিশের উপর হামলাকারী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়