মরিয়ম চম্পা: শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে ১ লক্ষ নারী শিক্ষার অর্থ তহবিল দিলো বিশ্বখ্যাত অ্যাপল। নারী শিক্ষার অগ্রদূত মালালার চ্যারিটি ফান্ড প্রথমবারের মতো অ্যাপল কোম্পানি থেকে বড় ধরণের অর্থ সহয়তা পেলো।
গত ২০ জানুয়ারি অ্যাপল কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, মালালার নারী শিক্ষা ফান্ডে অ্যাপল ভারত ও লাতিন আমেরিকার মেয়েদের মাধ্যমিক শিক্ষার জন্য অনুমোদিত তহবিলের দ্বিগুণ ফান্ড সরবরাহ করেছে। কোম্পানির লক্ষ্যবস্তু হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রায় ১ লক্ষ মেয়েদের শিক্ষার ব্যয়ভার গ্রহণ করা।
অ্যাপলের সিইও টিম কুক এক বিবৃতিতে জানান, শিক্ষা নারীদের তথা সমগ্র মানুষের জন্য বড় হাতিয়ার। তাই শান্তি কন্যা মালালার এই মহৎ কাজের অংশীদার হতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। আমরা আমাদের প্রতিশ্রুতি ও সাধ্যনুযায়ী নারী শিক্ষা তহবিল সরবরাহে সহায়তা করেছি। তিনি বলেন, প্রদত্ত এই তহবিল মালালার চ্যারিটি সংস্থার প্রযুক্তি, পাঠ্যক্রম এবং নীতি পরিবর্তন গবেষণাসহ একাধিক খাতে ব্যবহৃত হবে। তবে কি পরিমাণ অর্থ সহায়তা প্রদান করা হবে তা উল্লেখ করে নি অ্যাপল। যদিও এই ফান্ডের লিডারশিপ কাউন্সিল হিসেবে থাকবেন কুক।
উল্লেখ্য, নারীদের বিনামূল্যে ও নিরাপদে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে ২০১৩ সালে মালালা চ্যারিটি ফান্ড গঠন করা হয়। সিম্পল মোস্ট নিউজ