শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

শাহজালাল ভূঁঞা, ফেনী: ফেনীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীর (১৫) বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে।

বুধবার ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

স্থানীয় মোটবী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুনুর রশিদ জানান, তাঁর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মো. ইউছুপের মেয়ে ও দশম শ্রেণিতে পড়ুয়া একজন শিক্ষার্থীর সাথে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর গ্রামের একজন প্রবাসীর সাথে বিয়ের কথাবার্তা চুড়ান্ত করা শেষে ও আকদের (বিয়ে পড়ানো) আয়োজন করা হয়।

বাল্যবিবাহের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন এবং জেলা মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

দুপুরে তিনি (ইউপি চেয়ারম্যান), মহিলা অধিদপ্তরের কর্মকর্তা নুরুল করিম পুলিশসহ ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হন এবং বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেওয়া হবে না মর্মে তার বাবা মো. ইউছুপ থেকে লিখিত অঙ্গিকারও নেওয়া হয়। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়