শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিচ্ছে গোয়েন্দারা

সাইদুর রহমান : ইসরায়েল সরকার দেশের যাবতীয় স্পর্শকাতর তথ্য গোপন রাখতে চূড়ান্ত পর্যায়ে সতর্কতা অবলম্বন সত্ত্বেও দেশটির গোয়েন্দারা তা অনলাইনে ফাঁস করে দিচ্ছে। হিবরু ভাষায় প্রকাশিত ইসরায়েলের হারেটজ পত্রিকা এ তথ্য জানিয়েছে।

হারেটজ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি সরকার জানতে সক্ষম হয়েছে, দেশের কিছু গোয়েন্দা সরকারের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের পেছনে জড়িত। এ ঘটনায় ইসরায়েল সরকার বেশ হুমকি বোধ করছে। অনলাইনে প্রকাশিত এসব তথ্য মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

হারেটজ আরও জানিয়েছে, ইসরায়েল সরকারের ধারণা মোতাবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাই গোপন তথ্য ফাঁসে জড়িত। সরকারি ফাউন্ডেশনের অন্য আরেক কর্মকর্তা জানিয়েছেন, গোপন তথ্য ফাঁস করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি নিয়েই। যদি পলিসি পরিবর্তন হয়ে যায় তাহলে আগেই জানানো দরকার ছিল।

হারেটজের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক পরিচালকের এক বিবৃতির পরই এ তথ্য গণমাধ্যমে আসে। সাবেক পরিচালক বলেন,তথ্যফাঁসকারীরা কোন প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই এসব কাজ করেছেন।

হিবরু ভাষায় প্রকাশিত বিভিন্ন গণমাধ্যম সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী অনলাইন থেকে এসব তথ্য মুছে ফেলার চেষ্টা করলেও অসংখ্য ওয়েব সাইটে ছড়িয়ে পড়ায় সহজেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সূত্র : আল-আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়