শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগকে দেখলে এনএসএফ’এর কথা মনে পড়ে কী না

ফারমিনা তাসলিম : ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রত প্রগতিশীল জোটের ছাত্রদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রসঙ্গে একজন টেলিভিশন দর্শক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে বলেন, আপনি ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সেলিব্রেট নেতাদের মধ্যে আপনার নাম বারবার আসে। বঙ্গবন্ধু থেকে প্রধানমন্ত্রী আপনার অবদানের কথা সবাই বলেন। কিন্তু এখনকার ছাত্রলীগকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন ? দর্শক আপনাকে ‘মাই ফেভারিট পলিটিশিয়ান’ এই সম্বোধন করে বলছেন, বর্তমান ছাত্রলীগকে দেখলে আপনি যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই পাকিস্তানি এনএসএফের কথা মনে পড়ে কিনা ?

এমন প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, আসলেই এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। তবে আমি মনে করি, আমাদের ছাত্রলীগ বা ছাত্র সংগঠনের কথা বলেন নিয়মিত ছাত্র যদি ছাত্র সংগঠন করে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তবে জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা অনুসরণ করি, তার কারাগারের রোজনামচা যদি আমরা পড়ি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব। সুতরাং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ঘটনাটা এটা খুবই দুঃখজনক। যেমন ছাত্রদের ভিসির বাসভবন এইভাবে আক্রমণ করা ঠিক হয় নাই। আবার যেটা অভিযোগ করা হয় সবকিছুই মিলিয়ে এটা অনভিপ্রেত। এই ধরনের ঘটনা না ঘটলে ভালো হত। এটা প্রত্যাশিত না। ছাত্র সমাজ ও ঐতিহ্যবাহী ছাত্র সমাজ আমি মনে করি তারা তাদের সে ঐতিহ্য বজায় রেখে আগামী দিনগুলোতে তারা কর্মপরিকল্পনা করবে। এর বাইরে আমার কিছু বলার নাই।

বাণিজ্যমন্ত্রী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়