শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:২৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সাংবাদিকদের ঐক্য হয়ে লড়াই করতে হবে

ইলাহী নেওয়াজ খান : আমাদের সাংবাদিক সংগঠনগুলো যদি একত্রিত না হয়, তাহলে ৩২ ধারার মতো আইনের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না।  সবাই এক হয়ে কাজ করলে, একটি সুবিধাজনক অবস্থা তৈরি করা সম্ভব হবে। কারণ, আমরা যারা সাংবাদিক ও সংবাদকর্মীদের নেতৃত্ব দিই, তারা নানা ভাবে ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক করে রাখি। যার ফলে এখন আর ঐক্যবদ্ধ আন্দোলন করা যাচ্ছে না। আইসিটি আইনের কয়েকটি ধাপ করা হয়েছে, কোনোটি বড় কোনোটি ছোট। কিন্তু আইন যাই হোক, কেউ রাস্তায় না নামলে, প্রতিবাদ না করলে সাংবাদিকদের উপর এমন আইন বার বার আসতেই থাকবে। আমাদের সাংবাদিকদের যে স্বাধীনতা রয়েছে, তা যেকোনো আইন ধারা সংকুচিত হোক এটি আমরা চাই না। এটি কেউ মেনে নিতে পারে না। মানা উচিতও নয়। আমেরিকার মতো জায়গায় ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিকরা লেখা লেখি করছে।  ট্রাম্পের এমন কোনো কাহিনী নেই, যা সংবাদ পত্রে প্রচার হচ্ছে না। কিন্তু ট্রাম্প এর বিরুদ্ধে সমালোচনা করছে, ভূয়া খবর বলে উড়িয়ে দিচ্ছে। তবে এর জন্য কোনো আইন বা কোনো সাংবাদিকদের কিছু বলছে না। কারণ হচ্ছে, মুক্তবুদ্ধি চর্চা ও সংবাদ পত্রের স্বাধীনতার জন্য সব সময় লড়াই চলেছে সব দেশে। আজকে শুধু আমাদের দেশে সে জায়গাটি সংকুচিত হয়ে গেল। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া আর কোনো রাস্তা আছে বলে মনে হয় না।
পরিচিতি : সাংবাদিক নেতা
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়