শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে আ. লীগের ৩ নেতাকর্মীকে জখম

রাঙামাটি প্রতিনিধি: গত ২৮ জানুয়ারি রাঙামাটি শহরে সচেতন নাগরিক কমিটি আয়োজিত অবৈধ অস্ত্র, সন্ত্রাসও চাঁদাবাজির বিরুদ্ধে মহাসমাবেশে অংশ নেওয়ার অপরাধে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয় জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলা সদরের তিনকুনিয়া এলাকায় একটি দোকানে বসে চা খাওয়ার সময় বিলাইছড়ি সদর ইউনিয়নের তিনকুনিয়া নামক ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জব্বার কার্বারী ও জয় চান কার্বারীকে কুপিয়ে জখম করে একদল দুষ্কৃতকারী। গুরুতর আহত তিনজনকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনকুনিয়ার একটি দোকানে চা খাওয়ার সময় ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি অস্ত্র নিয়ে হামলা চালায়। গত ২৮ জানুয়ারি অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে মহাসমাবেশে অংশ নেওয়ায় জেএসএস এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর অভিযোগ করেছেন, ‘সচেতন নাগরিক কমিটির উদ্যোগে অবৈধ অস্ত্রবিরোধী সমাবেশে অংশ নেওয়ায় আমাদের তিন নেতাকর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে জেএসএস সন্ত্রাসীরা। এই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জেএসএসের মুখপাত্র সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘জেএসএস এসব কাজ করে না। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।’

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। আহতরা এই ঘটনার জন্য জেএসএসকে দায়ী করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়