শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে হত্যা ও গুম মামলার এক যুগ পর পাওয়া গেল মা-মেয়েকে

প্রতিবেদক: হত্যার পর গুমের মামলা দিয়ে স্বামীকে ফাঁসানোর এক যুগ পর বরিশালে এক নারী ও তার মেয়েকে জীবিত পাওয়া গেছে।

মঙ্গলবার সদর উপজেলার চরমোনাই এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বরিশাল সিআইডি পুলিশের পরিদর্শক মো. ফরিদুজ্জামান জানান।

এরা হলেন আহমদ উল্ল্যাহ মুন্সীর স্ত্রী জোৎসনা বেগম ও মেয়ে জিবা মনি।

এদের হত্যার পর গুম করা হয়েছে এমন অভিযোগে ২০০৭ সালের ৯ জুলাই আহমদ উল্যাহসহ ছয়জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন জোৎসনার ভাই সরোয়ার খান।

মামলার বাদী সরোয়ার খানের বাসা থেকেই তাদের উদ্ধার করা হয় বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

পরিদর্শক ফরিদুজ্জামান বলেন, বোন ও ভাগ্নিকে হত্যার পর গুম করা হয়েছে এই অভিযোগে সরোয়ার খান থানায় মামলা করেন। পরে আহমদ উল্ল্যাহ মুন্সী ও তার ভাই শহীদ মুন্সীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি আরও বলেন, কিন্তু মামলার ভিকটিমদের কোনো হদিস না পাওয়ায় ২০১৮ সালে ১ জানুয়ারি মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়