শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের ‘ভিখারীর স্তরে’ নামিয়ে এনেছে মোদি সরকার : যশবন্ত সিনহা

আবু সাইদ: ‘রাষ্ট্র মঞ্চ’ নামে নতুন সংগঠন খুললেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বর্তমান মোদি সরকারের প্রায় সব নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব এই প্রবীণ বিজেপি নেতা জানিয়েছেন, নয়া রাজনৈতিক মঞ্চের মাধ্যমে কেন্দ্রের নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সূচনার দিনই যশবন্তের মঞ্চে যোগ দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা।

পটনা সাহিবের এম পি বলেন, দলে নিজের মত প্রকাশের জায়গা পাননি, তাই তিনি এই মঞ্চে যোগ দিলেন। শত্রুঘ্নর দাবি, যশবন্তের মঞ্চে সামিল হয়ে তিনি কোনও দলবিরোধী কাজ করছেন না, কেননা এটা জাতীয় স্বার্থেই।

এদিন রাষ্ট্র মঞ্চ-র নাম ঘোষণার অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, কংগ্রেস সাংসদ রেনুকা চৌধুরি, এনসিপি-র মজিদ মেমন, আমআদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুরেশ মেহতা ও জনতা দল (ইউ) নেতা পবন ভার্মা। ছিলেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরি ও প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী সোম পাল ও হরমোহন ধাওয়ানও।

যশবন্ত দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ৭০ বছর আগের পরিস্থিতির তুলনা করেন, যখন আজকের দিনেই নিহত হয়েছিলেন মহাত্মা গান্ধী। বলেন, গণতন্ত্র ও তার প্রতিষ্ঠানগুলি আজ আক্রান্ত। নরেন্দ্র মোদি সরকার কৃষকদের ‘ভিখারীর স্তরে’ নামিয়ে এনেছে বলে অভিযোগ করেন তিনি, দাবি করেন, এই সরকার নিজেদের স্বার্থ পূরণে ‘সাজানো’ পরিসংখ্যান হাজির করছে।

তবে যশবন্ত এও জানান, রাষ্ট্র মঞ্চ হবে একটি দলহীন রাজনৈতিক অ্যাকশন গোষ্ঠী। এটি কোনও দলের বিরুদ্ধে নয়, তবে জাতীয় ইস্যুগুলিকে সামনে তুলে আনতে সচেষ্ট থাকবে। বলেন, এটি কোনও দল নয়, জাতীয় আন্দোলন।

মোদি সরকারের আর্থিক ও বিদেশ নীতিকে আক্রমণ করে যশবন্ত বলেন, বিজেপিতে সবাই ভয়ে ভয়ে রয়েছে। আমরা কিন্তু নই। সেইসঙ্গে এখন দেশে যাবতীয় আলোচনা, বিতর্ক ‘একতরফা, আক্রমণাত্মক ও বিপজ্জনক’ চেহারা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনতার হাতেই বিচারের ভার এসে পড়েছে বলে মনে হয়।

কৃষক স্বার্থকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান এই ৮০ বছর বয়সি নেতা, যিনি প্রথম এনডিএ সরকারের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। -ইকনোমিক টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়