শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনা জেলা বিএনপির কমিটি গঠন

বীরেন্দ্র কিশোর, বরগুনা : মো. নজরুল ইসলাম মোল্লাকে সভাপতি ও অ্যাডভোকেট মো. হালিমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ৬৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা কমিটির অনুমোদন দেন। তবে আগামী ৩০ দিনের মধ্যে নবনির্বাচিত কমিটিকে ১৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০০৯ সালে সম্মেলনে মাহবুবুল আলম ফারুক মোল্লাকে সভাপতি ও এসএম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এরপর আর কোনো সম্মেলন বা কমিটি হয়নি। দীর্ঘ নয় বছর পর নতুন কমিটি পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন দলের বড় একটি অংশ। অন্যদিকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় ক্ষোভও প্রকাশ করেছেন বর্তমান সভাপতি ও সম্পাদক সমর্থিত একটি অংশ।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। যারা বিগত দিনে দলের দুঃসময়ে পাশে ছিলো তারা এই কমিটিতে নেই।

নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সদ্য অনুমোদিত বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. হালিম বলেন, নতুন কমিটি গঠন করায় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ফিরে আসবে। একইসঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে বরগুনায় বিএনপিকে সংগঠিত করতে কাজ করবেন বলে তিনি মত ব্যক্ত করেন।

বরগুনা জেলা বিএনপির সদ্য অনুমোদন পাওয়া সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়ায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরগুনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়