শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামে হত্যা মামলায় ১৫ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল ১৫ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আবদুর সবুর মামলার বিচারের মধ্যে জামিন পাওয়ার পর পালিয়ে যান। খলিলুর রহমান নামে আরেক আসামি মামলা চলাকালে মারা যাওয়ায় তার নামও বাদ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নুরুল আহসান জানান।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝির পাড়া এলাকার বাসিন্দা আবদুর সবুর পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে তার প্রতিবেশী মোজাহের আহমেদের বাড়িতে হামলা চালান। সবুর ওই বাড়িতে গিয়ে মোজাহেরের ভাগ্নে মফিজকে মারতে উদ্যত হলে সে ভয়ে ভেতরে ঢুকে যায়।

মোজাহের ও তার স্ত্রী দিলোয়ারা বেগম তখন সামনে এগিয়ে আসেন। আসামি সবুর মোজাহেরের দিকে গুলি ছুড়লে তা লাগে দিলোয়ারার গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই ঘটনায় মোজাহের বাঁশখালী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১০ অক্টোবর ১১ আসামিকে অভিযুক্ত করে আদালত বিচার শুরু করে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়