শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিজাইন করা দাড়ি’ নিষিদ্ধ

সাঈদা মুনীর: ডিজাইন করে দাড়ি রাখার 'সৌখিন' সংস্কৃতি বুঝি এবার উঠেই গেল। এখন থেকে আর হয়তো ডিজাইন করে আর কেউ দাড়ি রাখতে পারবেন না শহরে। পাকিন্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার দালবান্দিন শহরে  এক ফরমান জারি করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞার প্রথম পদক্ষেপটি নিতে বলা হয়েছে ক্ষৌরকার বা সেলুন কর্মচারীদের। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে, পাকিস্তান গণমাধ্যম ডন।

দালবান্দিনের সহকারী কমিশনার স্বাক্ষরিত ওই ফরমান বা আদেশে বলা হয়, ডিজাইন করে দাড়ি রাখা শিগগিরই বন্ধ করা হোক। এটি সুন্নাহপরিপন্থী। আর তাই সকল সেলুন মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে  তারা যেন তাদের গ্রাহকদের দাড়ি ডিজাইন করা থেকে বিরত থাকে। এবং আজ থেকেই কঠোরভাবে দাড়ি ডিজাইন করা নিষিদ্ধ করা হচ্ছে। এই আদেশ জারির পর যার দাড়ি ডিজাইন করা অবস্থায় পাওয়া যাবে তার বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠিন আইনি পদক্ষেপ।

আদেশের এই কপিটি পুলিশ, শুল্ক কর্তৃপক্ষ আর জেলা প্রশাসনের অন্যান্য সব বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই আদেশটি বিতর্কিত হয়ে গেছে এবং সামাজিক মাধ্যমে এটি নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। অনেকে এটাকে তালেবান-রীতি বলেও মন্তব্য করেছেন। এ ধরনের আদেশ পাকিস্তানে নতুন নয়। এর আগে ২০১৭ সালের জুন মাসে বেলুচিস্তানের খারান জেলায় ডিজাইন করে দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়