শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:২৩ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রডের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে

ফারমিনা তাসলিম: মাসের ব্যবধানে রডের দাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে পাইকারি ও খুচরা বাজারেও বিক্রি কমেছে এতে ব্যবসায়ী পড়ছেন বিপাকে। বিষয়টি সুষ্ঠুভাবে মনিটরিংয়ের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

এক মাসের ব্যবধানে টন প্রতি বিভিন্ন মানের রডের দাম বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। এতে ঘুরে দাঁড়ানোর আগেই হোঁচট খাওয়ার আশঙ্কায় রয়েছে আবাসন খাত। কারণ হিসেবে বিদ্যুৎ ও ডলারে দাম বেড়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যাকে দুষছেন মিল মালিকরা।

চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে দেশের শীর্ষ স্টিল মিলসগুলো প্রতিদিন প্রায় শত টনেরও বেশি রড উৎপাদন করছে। এর সাথে পাল্লা দিয়ে কয়েক ধাপে বেড়েছে বিভিন্ন মানের রডের দাম। এক মাসেরও কম সময়ে প্রতি টন রডের দাম ৮ থেকে ১০ হাজার টাকা বেড়েছে। কাঁচামালের সাথে এ বছর ডলারের দাম বৃদ্ধিসহ মিল মালিক ও সংগঠন জানায় নানা সমস্যার কথা।

বিএআরএসএমএ'র সভাপতি মনোয়ার হোসেন বলেন, 'কোয়ালিটি বিদ্যুৎ পাচ্ছি না তার ওপর এখন আবার বিদ্যুতের দাম বাড়ছে। বিদ্যুৎ গেলে ফ্যাক্টরি ভেদে বার থেকে ষাট হাজার টাকা করে নেট লোকসান হয়ে যাচ্ছে।'

বিএআরএসএমএ'র সাবেক সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ বলেন, 'আগে যেখানে একটা গাড়ি ২০ থেকে ২২ টন মাল বহন করতো সে এখন ১০ টনের বেশি বহন করতে পারবে না। এইভাবে প্রায় দশ হাজার টাকা প্রাইজ মূল্য বেড়ে গেছে আমাদের।'

ব্যক্তি বা আবাসন শিল্পে বড় একটি অংশ ব্যয় হয় রড ব্যবহারে। কিন্তু যখন তখন দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাট নির্মাণ ব্যয় বাড়বে বলে অভিযোগ রিহ্যাবের। কয়েক বছর ধরে থমকে থাকা আবাসন খাত ঘুরে দাঁড়ানোর আগেই হোঁচট খাচ্ছে বলে মনে করেন আবাসন নেতৃবৃন্দ।

রিহ্যাবের পরিচালক প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী বলেন, 'একটা কনস্ট্রাকশনে রডের জন্য টাকা বেশি যায়। আর রডের দাম যদি এভাবে দিনে দিনে বাড়তে থাকে তাহলে আমাদের কনস্ট্রাকশন একেবারে স্থবির হয়ে যাবে। আমার মনে হয় সরকারের এটা একটু দেখা উচিৎ।

খুচরা বাজারেও পড়েছে নেতিবাচক প্রভাব। দাম বাড়ায় বিক্রি কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যাক্তি ও বেসরকারি খাতে শুধু নয়, সরকারি বিভিন্ন অবকাঠামো নির্মাণ ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নেও প্রভাব পড়বে।

অর্থনীতি গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, 'আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে। স্থানীয় বাজারে তারচেয়ে দ্রুত হারে বাড়ছে। এটার সুযোগ কাজে লাগিয়ে কোন ব্যবসায়ী এটার দাম আরও বেশি নিচ্ছেন কিনা সেই মনিটরিংটা বাণিজ্য মন্ত্রণালয়ের করার জায়গা আছে।'

পণ্যের ব্যবহার বৃদ্ধি পেলে অতি লাভের সুযোগ নেন মালিকরা। আর দাম বাড়াতে বাধ্য হন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে আর কারো ক্ষতি না হলেও বলির পাঠা হন ভোক্তারাই। বিষয়টি নজরদারির পরামর্শ অর্থনীতিবিদদের। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়