শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া আগ্রাসন নিয়ে সমালোচনায় তুরস্কে ৩১১জন আটক

সান্দ্রা নন্দিনী: সিরিয়ায় তুরস্কের সামরিক আগ্রাসনের সমালোচনা করে সামাজিকমাধ্যমে মন্তব্য লেখায় ৩১১জনকে আটক করলো তুরস্ক। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সারাদেশ থেকে রাজনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ মোট ৩১১জনকে ‘জঙ্গি-প্রচারণা’র অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল আফরিনে গত ১০দিন ধরে কুর্দিবাহিনীর বিরুদ্ধে আকাশ ও স্থলপথে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। এই অভিযানের বিরোধিতা, সমালোচনা ও ভিন্ন ব্যাখ্যা দিয়ে উপস্থাপনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিরিয়ার মার্কিন-সমর্থিত ওয়াইপিজি’কে তুরস্ক ‘সন্ত্রাসীদল’ হিসেবে আখ্যা দিয়ে থাকে। কেননা, তুরস্ক মনে করে, এই দলটিই দেশটির অভ্যন্তরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র বর্ধিত অংশ যারা ১৯৮৪ সাল থেকে আলাদা তুর্কিস্তানের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

মূলত, সিরিয়ায় চালানো তুরস্কের এই সামরিক অভিযানে সরকার-সমর্থিত কয়েকটি গণমাধ্যম ও রাজনৈতিকদল ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে। আবার পাশাপাশি এই অভিযানের বিরোধিতাকারীর সংখ্যাও নেহায়েত কম নয়। তুর্কি গণমাধ্যমসূত্রে জানা যায়, সিরিয়ায় যত দ্রুত সম্ভব সামরিক আগ্রাসন বন্ধ করতে সপ্তাহজুড়ে ১৭০জন চিত্রশিল্পী সরকারিদল ‘একে পার্টি’র আইনপ্রণেতাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। অন্যদিকে, গতসপ্তাহে, টার্কিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা টিটিবি ‘যুদ্ধ নয় শান্তি চাই’ স্লোগানে সিরিয়া সীমান্তে যুদ্ধবন্ধের আহবান জানিয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়