শিরোনাম

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশসীমা থেকে মার্কিন গোয়েন্দা বিমান তাড়িয়ে দিলো রাশিয়া

আনন্দ মোস্তফা: কৃষ্ণ সাগরে রাশিয়ার আকাশসীমায় সোমবার যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের পথরোধ করে রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান।

মার্কিন ইপি-৩ই অ্যারিস টু বিমানটি কৃষ্ণ সাগর অঞ্চলে ডাটা সংগ্রহ করছিলো। পরে তা রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়লে রাশিয়ান একটি যুদ্ধ বিমান গোয়েন্দা বিমানটিকে পথ দেখিয়ে দেশটির আকাশসীমা পার করে দিয়ে ঘাঁটিতে ফিরে আসে।

এদিকে, রাশিয়ার যুদ্ধবিমানটির কার্যক্রমকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ইপি-৩ কে বিপজ্জনকভাবে বাধা দিয়েছে রাশিয়ার একটি যু্দ্ধবিমান, সেটি সরাসরি ইপি-৩’র গমনপথের সামনে দিয়ে পার হয় এবং পাঁচ ফুট দূরত্বের মধ্যে চলে আসে। আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো তৎপরতার সর্বশেষ উদাহরণ এটি।”

বিবৃতিতে এসব বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়