শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে বাহুবলির নায়িকাকে জুতা নিক্ষেপ (ভিডিও)

রবিন আকরাম: সিনেমায় অভিনয় করে তারকারা ভক্তদের যেমন ভালোবাসা পান, তেমনি মাঝে মাঝে নানা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। সম্প্রতি এরকমই এক ঘটনা ঘটেছে বাহুবলি ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে।

হায়দরাবাদে একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করতে গিয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় তার দিকে জুতা নিক্ষেপ করে এক ব্যক্তি। উদ্বোধন শেষ করে তামান্না দোকান থেকে বের হয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন। তখন তাদের মাঝ থেকে একজন এই অভিনেত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরবর্তী সময়ে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ৩১ বছর বয়সি এই ব্যক্তির নাম করিমুল্লাহ। সে একজন বি টেক গ্র্যাজুয়েট।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, জুতাটি তামান্নাকে আঘাত করেনি, এটি দোকানের একজন কর্মচারীকে গিয়ে আঘাত করে। করিমুল্লাহকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় জানায়, এ অভিনেত্রী তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমায় যে চরিত্রে অভিনয় করেছেন তা দেখে রাগান্বিত হয়ে এ কাজ করে সে।

হিন্দি, তামিল, তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তামান্না ভাটিয়া। ভারতের অন্যতম সাড়া জাগানো বাহুবলি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। খুব শিগগির বলিউডের কুইন সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায় শুটিং হবে সিনেমাটি। চলতি বছর মার্চে এটি মুক্তির কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়