শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:০৯ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটপাতে ভিন্ন টাইলস কেন

ডেস্ক রিপোর্ট : ঢাকাজুড়ে চলছে ফুটপাত সংস্কার ও নতুন টাইলস বসানোর কাজ। ইতোমধ্যে শেষ হয়েছে বেশ কয়েকটি সড়কের ফুটপাত সংস্কার কাজ। তবে নতুন লাগানো এসব টাইলসে একটি নতুনত্ব সবারই চোখে পড়ছে। প্রতিবন্ধীদের চলাচলের সুবিধায় ফুটপাতে বসানো হয়েছে ভিন্ন রং ও নকশার টাইলস। যেগুলোয় হুইলচেয়ার ব্যবহার করে চলাচল করা যাবে সহজেই। আবার দৃষ্টি প্রতিবন্ধীরাও সহজে ফুটপাত ঠাহর করে চলতে পারবেন। তবে এ সম্পর্কে বেশির ভাগ প্রতিবন্ধী বা পথচারীরাই কিছু জানেন না। জানানোর উদ্যোগও নেয়নি ঢাকা সিটি কর্পোরেশন।

রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে নতুন করে বসানো লাল-হলুদ টাইলসে মাঝের সারিতে রয়েছে ভিন্ন ধরনের টাইলস। হলুদ রঙের এসব টাইলসের মধ্যে রয়েছে কয়েকটি লম্বা উঁচু দাগ। কিছু কিছুতে রয়েছে গোল গোল উঁচু দাগ।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, লম্বা আকৃতির নকশার টাইলসের মাধ্যমে প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য করা হয়েছে এই ব্যবস্থা। শারীরিক প্রতিবন্ধীরা হুইল চেয়ার ব্যবহার করে এবং দৃষ্টি প্রতিবন্ধীরা লাঠির মাধ্যমে সহজেই চলাচল করতে পারবেন। এ ছাড়াও গোলাকৃতি নকশার টাইলসে পা রেখেই দৃষ্টি প্রতিবন্ধীরা বুঝতে পারবেন এখন নামতে হবে।

কিন্তু এ তথ্য জানেন না অধিকাংশ প্রতিবন্ধী ও সাধারণ মানুষ। তাদের ধারণা, কেবল সৌন্দর্য বর্ধণের জন্য করা হয়েছে এ ব্যবস্থা। যেসব ফুটপাতে এমন টাইলস লাগানো হয়েছে সেসব জায়গার কোথাও নেই কোনো নোটিশ কিংবা নির্দেশনা। অন্যদিকে ফুটপাতের মাঝে গাছ বা বিদ্যুতের খুঁটি থাকায় সেখানেও বিপদে পড়তে হবে প্রতিবন্ধীদের। দৃষ্টি প্রতিবন্ধীদের হঠাৎ করেই তাতে ধাক্কা খাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মিরপুর রোডের কলেজ গেট এলাকায় কথা হয় একজন হুইল চেয়ার ব্যবহারকারী আলমগীর হোসেনের সাথে। তিনি বলেন, ‘কদিন আগেই এই টাইলস লাগানো হয়েছে। তবে কি কারণে হলুদ রঙের টাইলসগুলো অন্যরকম তা জানি না।’

ওই টাইলসগুলো লাগানো হয়েছে প্রতিবন্ধীদের চালচলের সুবিধার কারণে, এ তথ্য শুনতেই উচ্ছ্বসিত হয়ে আলমগীর বলেন, ‘এটা তো খুব ভালো উদ্যোগ। এখন থেকে এটিই ব্যবহার করব।’

যারা এ টাইলস লাগানোর কাজ করছেন তাদেরও ধারণা নেই এর ব্যবহার সম্পর্কে। টেকনিক্যাল মোড় এলাকায় ফুটপাতে টাইলস লাগানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। মাঝের টাইলসগুলো ভিন্নতার কারণ জানতে চাইলে তাদের মধ্য থেকে একজন বলেন, ‘সুন্দর দেখানোর জন্য এগুলো একটু আলাদা।’

গুলশান ডিএনসিসি পাকা মার্কেট এলাকায় নিয়মিত চলাচল করেন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্মী মো. হারুন। তিনি বলেন, ‘প্রথম দিকে আমিও জানতাম না। পরে এক পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে জেনেছি এটা প্রতিন্ধীদের জন্য। কিন্তু কেবল লাগালেই হবে না, এর প্রচারও করতে হবে।’

ফুটপাতে প্রতিন্ধীদের চলাচলের সুবিধার জন্য ভিন্ন ধরনের টাইলস সম্পর্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ প্রিয়.কমকে বলেন, ‘ঢাকায় বর্তমানে ফুটপাত নির্মাণ করা হয়েছে এবং তাতে যে ধরনের টাইলস লাগানো হয়েছে তা আন্তুর্জাতিক ধারণা মাথায় রেখে। মাঝের অংশ দিয়ে প্রতিবন্ধী পথচারীরা চলাচল করবে। প্রতিবন্ধীরা এমনিতেই বোঝে যাবে এটি তাদের চলাচলের জন্য।’

কিন্তু অনেকেই তো এ সম্পর্কে জানেন না—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন জিনিস। আস্তে আস্তে জানবে। আর সবাই না জানলেও চলবে। শুধু প্রতিবন্ধীরা জানলেই চলবে।’

এ নিয়ে কোনো প্রচারণার দরকার নেই বলেও দাবি করেন কুদরত উল্লাহ।সূত্র : প্রিয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়