শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদরাসায় পরিণত হয়েছে (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা ভর্তি হচ্ছে  তাদের মধ্যে খোঁজ করে দেখুন,  স্কুল থেকে পড়ে আসা কত জন ভর্তি হচ্ছে আর মাদরাসা থেকে  পড়ে আসা কত জন ভর্তি হচ্ছে। আমি বলব ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি উচ্চতর মাদরাসায় পরিণত হয়েছে।

আমি জেনে বুঝে ৩৪ বছর এই প্রতিষ্ঠানে পড়াচ্ছি তার আগে চার বছর পড়েছি। মোট ৪০ বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আছি। আমি নিজের চোখে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদরাসায় পরিণত হচ্ছে। এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পদ্ধতি তাতে এসএসসি ও এসচএসসি পরীক্ষা থেকে নেওয়া হয় মাত্র ৮০ নম্বর। আর পরীক্ষা থেকে নেওয়া হয় ১২০ নম্বর। আমার মনে হয় মাদরাসায় পরীক্ষার নম্বর দেওয়া শুরু হয় ৯০এর পর থেকে। আর পারলে তারা ১০০এর থেকে বেশীও দিয়ে দেয়। আমাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে তাদের অনেক সংগ্রাম করে নম্বর পেতে হয়। যার কারণে মাদরাসার ছেলে-মেয়েরা ভর্তির ক্ষেত্রে বেশি সুযোগ পাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরো বলেন, মাদরাসার শিক্ষার্থীরা যে ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস ফোরের সমমানের। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা হতে পারে না।

 

https://www.facebook.com/mustansir.sakib/videos/10210884180688438/

  • সর্বশেষ
  • জনপ্রিয়