শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০০ টাকায় ২৪ ঘণ্টা জেলে থাকার সুযোগ!

ডেস্ক রিপোর্ট :  জেলের খাঁচার ভেতর বন্দিরা কেমনে আসে যায়? কীভাবেই বা সময় কাটায়? সেই অভিজ্ঞতা আমাদের সকলেরই পরোক্ষ, বইপত্র আর সিনেমার সৌজন্যে। কাল্পনিক এই সব মাধ্যমের কথা ছেড়ে দিলে ধরতে হয় নানা গারদের, নানা ফুটেজ। যা সামান্য পরিমাণে হলেও জেলের জীবন সম্পর্কে আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করতে সাহায্য করেছে!

কিন্তু পরের মুখে ঝাল খাওয়াটা যে আদপেই ভালো কোনো ব্যাপার নয়- সে সম্পর্কে আমাদের এবার ওয়াকিবহাল করে দিল দেশেরই এক জেলখানা- হায়দ্রাবাদের সঙ্গারেড্ডি কারাগার! এখানে শুরু হয়েছে এক অভিনব কারা-পর্যটনের প্রকল্প, তেলঙ্গানা কারা দফতরের উদ্যোগে। যেখানে দিন পিছু ৫০০ টাকা ফেললেই জেলের ভিতরে কয়েদিদের মতো সময় কাটাতে পারবেন পর্যটকরা।

জানা গেছে, তার জন্য প্রাথমিক পর্যায়ে যোগাযোগ করতে হবে তেলঙ্গানা কারা দফতরের সাথে। তারা সবুজ সঙ্কেত দিয়ে দিলেই সঙ্গারেড্ডি কারাগারে হাজির হওয়ার পালা। তারপর?

এরপর যা কিছু, করবে কারা কর্তৃপক্ষই। ঠিক যেমনভাবে কয়েদিদের গরাদের পিছনে নিয়ে যাওয়া হয়, তেমনভাবেই তল্লাশি করা হবে পর্যটকদের। কাগজপত্রে তাদের সই নেওয়া হবে। তারপর হাতে তুলে দেওয়া হবে কয়েদিদের পোশাক, বিছানা, এক সেট বাসনকোসন। আর কী, তারপর প্রহরীদের সাথে পর্যটকদের গারদে প্রবেশের পালা! অভিনব এই পর্যটনের নাম রাখা হয়েছে 'ফিল দ্য জেল'!

প্রাথমিকভাবে খবরটা অদ্ভুত মনে হলেও পর্যটকরা কিন্তু ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তেলঙ্গানা কারা দফতরের এই উদ্যোগে। এখনও পর্যন্ত ৪৭ জন পর্যটক আমাদের এখানে এসে কারাজীবন আস্বাদ করেছেন। বিদেশিরাও আসছেন, আসছেন লেখক ও তথ্যচিত্র নির্মাতারাও। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই কারা পর্যটনের এই উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠবে, জানিয়েছেন জেল সুপারিন্টেন্ডেন্ট সন্তোষ কুমার রাই। এবং বিদেশিদের আসার খবরটা মিথ্যেও নয়। ছবিতেই তো পাচ্ছেন তার প্রমাণ।

জানা গেছে, সুদূর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই দুই ব্যক্তি হাজির হয়েছিলেন হায়দ্রাবাদে, শুধু মাত্র ভারতীয় কারাজীবনের স্বাদ নিতে। জেলে তারা থেকেছেন, বাগানের কাজও করেছেন অন্য বাসিন্দাদের সাথে।

অর্থাৎ, সঙ্গারেড্ডি জেলে শুধুই পর্যটকদের গরাদের পিছনে সময় কাটাতে হবে না। কয়েদিরা যা করে থাকেন, সবই করার সুযোগ পাবেন তারাও। তা, ৫০০ টাকা খরচ করে জেলের জীবনে শ্রমদানটা কি একটু কেমন যেন মনে হচ্ছে?

হলে দ্বিধা ঝেড়ে ফেলতেই পারেন! নিজামের আমলে, ১৭৯৬ সালে তৈরি হওয়া এমন ঐতিহাসিক কারাগারে জীবনের একটি দিন কোনো অপরাধ না করেই যাপন করা- মুখের কথা নয়!

বিডি প্রতিদিন/

  • সর্বশেষ
  • জনপ্রিয়