শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রাফিক পুলিশের অভিযান, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

নুরুল আমিন হাসান : রাজধানীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৯ লাখ ৬৫ হাজার ৭শ টাকা জরিমানা ও দুই হাজার ৩৬০ টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রোববার সারা দিনে এসব মামলা দায়ের করা হলেও ডিএমপি'র গণমাধ্যম শাখা থেকে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

মামলার বিষয়ে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে ২ হাহাজার ৩৬০টি মামলা ও ১৯ লাখ ৬৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ট্রাফিক অভিযানে ৩১টি গাড়ি ডাম্পিং ও ৪৪৮টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক পুলিশের বরাত দিয়ে তিনি আরো জানান, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১১ এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৫৮৭টি মামলা ও ৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়