মাহাদী আহমেদ : বিদ্যুৎ সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনের পূর্ব গাজা অঞ্চলের একটি হাসপাতাল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
তারা জানায়, ইসরায়েলী প্রশাসন ফিলিস্তিনে বিদ্যুৎ সরবরাহ ক্রমশ কমিয়ে দেয়ার কারণেই মূলত পূর্ব গাজা’র বেইত হানাউন হাসপাতালটিকে বাধ্য হয়ে স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ করতে হয়েছে।
হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীদের খুবই দ্রুত অন্যান্য সরকারী হাসপাতালগুলোতে সরানো হবে বলে হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার এক ঘোষণায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জানিয়ে বলেছে যে, বিদ্যুৎ সরবরাহ এ রকম ভাবে হ্রাস পেতে থাকলে খুব শীঘ্রই আরও অনেক হাসপাতাল এভাবে বন্ধ হয়ে যেতে পারে।
তারা আরও জানায়, গাজা অঞ্চলে অবস্থিত হাসপাতালগুলোতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে প্রতি মাসে সাড়ে ৪ লাখ লিটার জ্বালানীর প্রয়োজন হয়।
ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে যা কিনা তাদের প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল। আনাদলু এজেন্সি