শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

জাহিদুল কবীর মিল্টন, যশোর: যশোরে রানা (২৫) নামে এক যুবক দূর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

সোমবার বিকেলে রেলগেটে এ ঘটনা ঘটে। রানা শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে। তিনি যশোর কালেক্টরেট মার্কেটের একটি পোশাকের দোকানে কর্মচারির কাজ করতেন।

নিহত রানার মা রাহি বেগম জানান, বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে রেলগেটে যায় রানা। এসময় প্রতিপক্ষ রেলগেট পঙ্গু হাসপাতালের পেছনের বাসিন্দা ডলার ও বাবু তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আহতাবস্থায় একজন ইজিবাইক চালক তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইউসুফ আলী বলেন, রানা নামে এই যুবকের দুই পা এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ঘটনা শুনে রেলগেট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

থানার এসআই অরুণ কুমার বলেন, কারা কী কারণে রানাকে ছুরি মেরে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

তিনি আরও বলেন, রানাও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ৮/১০টি মামলা রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়