শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর মোবাইল থেকে নিজেকে তালাক দিলেন এক আমিরাতি নারী

মুফতি আবদুল্লাহ তামিম: স্বামীর মোবাইল থেকে নিজেকে তালাক দিলেন এক আমিরাতি নারী। সাধারণত অনেক অসহিষ্ণুতার পর একটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। স্ত্রীর জীবন দুর্বিসহ হয়ে ওঠে যখন এই অসহিষ্ণুতার পর স্বামী তাকে তালাক না দিয়ে আটকে রাখে।
গতকাল সোমবার নিউজ পোর্টালের বরাত দিয়ে বলা হয়, আমিরাতে আল বয়ান নামে স্ত্রী তার স্বামীর মোবাইল থেকে নিজেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় বলে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তিন বছর সম্পর্কের টানাপোড়েনের পরও তাকে তালাক দিচ্ছিল না, তাই স্ত্রী এমনটা করেছে বলে স্বীকার করে। আল বয়ান নামক নারী নিউজ পোর্টালকে জানায়, স্বামী তাকে তালাক না দিয়ে বিভিন্ন অযুহাতে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে তাকে মারধর করতেন। ইসলামী বিধান অনুযায়ি স্বামী চাইলে তালাক দিতে পারে। তবে স্ত্রীকে যদি তালাক দেয়ার অধিকার স্বামী না দেয় তাহলে স্ত্রী তালাক দিতে পারে না।

ওই মহিলা আরো বলেন, স্বামী ঘুমিয়ে পড়লে, তার মোবাইল ফোনটি নিয়ে ফোনে মেসেজ পাঠায় ‘আমি তোমাকে তালাক দিয়ে দিলাম’ তিন বার। যাতে করে পরের দিন আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারে। কিন্তু আদালতে স্বামী অস্বীকার করায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করতে বাধ্য হয়। দুর্ভাগ্যবশত মুক্তি পাওয়ার স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তার। আল বায়ানের মতে, স্বামীকে যখন জানানো হয় তখন তিনি শপথ করেন যে তিনি তালাক দেননি। আল-আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়