শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ভারসাম্যহীন নই শুয়ে শুয়ে টুইট করি: ট্রাম্প

সাইদুর রহমান : বিশ্বের সবচেয়ে ক্ষমতার অধিকারী দেশের প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ তিনি নিজের সর্ম্পকে বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন নন, বরং তিনি স্থিতিশীল প্রতিভা। তিনি উন্নতমানের খাবার খান বলেও জানিয়েছেন। বিট্রিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, আইটিভির পক্ষ থেকে ট্রাম্পকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং বলা হয়- আপনার কিছু কথাবার্তার কারণে মানসিক ও শারীরিকভাবে আপনাকে অনুপযুক্ত মনে করা হয়, তখন তিনি বলেন, ‘আমি স্থিতিশীল প্রতিভা।’

এছাড়াও তার অগোছালো টুইটের রহস্য এবার বোঝা গেল। তিনি বিছানায় শুয়ে শুয়ে টুইট করেন। তবে মাঝে মাঝে অন্য কাউকে দিয়েও নিজের মতামত জানিয়ে টুইট করে থাকেন তিনি।

তা নিয়ে বিতর্কও হয়। তবে সেই বিতর্ক যে তিনি উপভোগ করেন, তা জানিয়েছেন অকপটে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভুয়ো খবরে যখন সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তখন ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি টুইট বেছে নিয়েছেন। তাঁর কথায়, ‘আমি যদি এইভাবে যোগাযোগ না করি, তবে আত্মপক্ষ সমর্থন করতে পারব না। আমি এত ভুয়ো খবর পাই। অনেকগুলোই মিথ্যে। বেশিরভাগই বানানো।’ তাঁর টুইটের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব, এটা তাঁর পক্ষে গর্বের বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প টুইটের জন্য কোন সময়কে বেছে নেন? তাঁর কথায়, ‘কখনও বিছানায় শুয়ে শুয়ে, কখনও প্রাতরাশ বা মধ্যাহ্নভোজে... যথন তখন। সাধারণত খুব সকালে বা সন্ধ্যাবেলা। সারাদিন কিন্তু আমি ব্যস্ত থাকি। সূত্র : আল-আরাবিয়্যাহ,

  • সর্বশেষ
  • জনপ্রিয়