রাশিদ রিয়াজ : আইস ক্লাইম্বার মোহাম্মাদ-রেজা সাফদারিয়ান প্রথম ইরানি হিসেবে ইতালিতে স্বর্ণ পদক পেলেন। ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং এন্ড মাউটেইনিরিং ফেডারেশন আয়োজিত এ ইভেন্ট অনুষ্ঠিত হয় গত ২৫ থেকে ২৭ জানুয়ারি।
রাশিয়ার ৫ ও দক্ষিণ কোরিয়ার ২ জন আইস ক্লাইম্বারকে ডিঙ্গিয়ে ইরানের রেজা এ স্বর্ণ পদক পান। দ্বিতীয় স্থান পান রাশিয়ার আইস ক্লাইম্বার এ্যালেক্সি তোমিলভ। তৃতীয় স্থান অধিকার করেছেন দক্ষিণ কোরিয়ার হিই নোন।
গত সপ্তাহে রেজা সাফদারিয়ান সুইস আলপস’এর ইউআইএএ আইস ক্লাইম্বিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।