শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:৩০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে এগিয়ে নিতে গার্মেন্টস শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা দিতে হবে

মোশরেফা মিশু : আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে কারণে অবরোধ করেছেন, সেটি হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১৬ হাজার টাকা করতে হবে। এটি তাদের যুক্তিসংগত দাবি। ২০১৬ সালের মে মাসে প্রথম আমরা যে সারকলিপি দিয়েছি, সেখানে আমরা বলেছি আমাদের গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকা হতে হবে। তার আগে ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা দেয়ার পর, যে পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে। এখন আমাদের ঢাকা শহরে খাদ্যের দাম বেড়েছে, ঘরভাড়া বেড়েছে, বিদ্যুৎ বিল, গ্যাসবিলসহ সব কিছুর দামই বেড়েছে। সবকিছুর বৃদ্ধির সাথে শ্রমিকদের বেতন বৃদ্ধি না হলে তারা চলতে পারবে না। বর্তমানে শ্রমিকরা যে বেতন পায় এতে তারা দারিদ্র সীমার মধ্যে বসবাস করছে। আমরা মনেকরি যে, বাংলাদেশে যে গার্মেন্টস শ্রমিক আছে, তাদের মজুরি কম দেওয়া হয় । যার জন্য তারা ভালভাবে খেতে পারে না এবং ভাল পোশাক ব্যবহার করতে পারে না, এর প্রভাবটি সম্পূর্ণ উৎপাদনের উপর পড়ে থাকে। এক্ষেত্রে আমরা চাইবো আমাদের গার্মেন্টস যেভাবে এগিয়ে যাচ্ছে, এতে আমাদের গার্মেন্টস শ্রমিকদের অবদান রয়েছে। সুতরাং শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা করতে হবে। এসব বিবেচনা করে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা করতে হবে। এটি আমাদের শ্রমিকদের জন্য যে মজুরি বোর্ড আছে, তাদের কাছে আহ্বান জানাছি। আমাদের গার্মেন্টস শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা করা হোক ।
পরিচিতি : শ্রমিকনেত্রী
মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা : গাজী খায়রুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়