শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে পন্যবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর): ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকায় একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিহাদ মুন্সি(২৮) নামের এক চালক নিহত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সাভির্স উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন রয়েছে। আজ সোমবার ভোরে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই চালক গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের নান্নু মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে ইউরিয়া সার নিয়ে ট্রাকটি কালকিনি উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু পথিমধ্যে উপজেলার কর্নপাড়া নামক স্থানে পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই চালক জিহাদ মুন্সি মারা যান। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সাভির্স উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে ঘটনাস্থলে ডাসার থানা পুলিশ মোতায়েন রয়েছে।

নিহতের বোন লাইলি বেগম বলেন, ট্রাকটি উল্টে খাদে পড়ে গিয়ে আমার ভাই নিহত হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করি। এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়