শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের অভাব পুষিয়ে দেওয়ার প্রত্যয় সানজামুলের

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে হারের প্রভাব পড়বেনা টেস্ট সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হতাশা ভুলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন টেস্টে সদ্য ডাক পাওয়া স্পিনার সানজামুল ইসলাম। অধিনায়ক সাকিব আল হাসানের অভাব কিছুটা হলেও দলকে ভোগাবে বলে মনে করেন তিনি। তবে সুযোগ পেলে সাকিবের অভাব পুষিয়ে দেয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন সানজামুল।

দুই দলের দুই টেস্ট অধিনায়ক পাশাপাশি। সাকিবকে দেখে এগিয়ে এলেন চান্ডিমাল। কি আলাপ করলেন সেটি বোঝা গেল না। তবে ইনজুরি আক্রান্ত সাকিবকে শুভকামনা জানিয়েছেন সেটি বোঝাই যায়।

দুই দলের অবস্থাও দুই অধিনায়কের মতোই। হাতে ব্যান্ডেজ বাঁধা সাকিবের মতোই পুরো দলের উপর হারের আঘাত। বাংলাদেশের খেলোয়াড়রা হোটেল ছেড়েছেন নীরবে। সবার চোখেমুখে বিষাদের ছায়া।
টিম শ্রীলঙ্কা বেশ হাশিখুশি-ফুরফুরে। নিজেদের মধ্যে আলোচনা করছেন। পরিবার নিয়ে এসেছেন অনেকে। সবাইকে দেখা গেল হালকা মেজাজে।

টেস্ট খেলতে দুই দল একসঙ্গে হোটেল ছেড়েছেন। গন্তব্য চট্টগ্রাম। তার আগে গণমাধ্যমের মুখোমুখি স্পিনার সানজামুল ইসলাম। টেস্ট সিরিজের আগে ঘুরে ফিরে এলো ফাইনালের কথা। হারের হতাশা ভুলে টেস্টে নতুনভাবে শুরুর প্রত্যয় তার কন্ঠে।

সানজামুল ইসলাম বলেন, 'ক্রিকেটে তো ভাল-খারাপ তো থাকেই। কালকে আমাদের জন্য খারাপ দিন ছিলো। একজন ক্রিকেটারের উচিত অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া। নাহলে এর প্রভাব আমাদের সামনের খেলায় পড়বে।'

অধিনায়ক সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সানজামুল। ব্যাটে কিংবা বলে, দুই জায়গায়ই ভূমিকা রাখতে পারেন সাকিব। তাকে না পাওয়ার প্রভাব তো দলে পড়বেই। তবে সুযোগ পেলে অন্তত বোলিংয়ে তার অভাব কিছুটা হলেও পূরণ করতে চান সানজামুল।

তিনি বলেন, 'সাকিব ভাই নাই, তাই আমাদের স্পিনারদের জন্য একটা চ্যালেঞ্জ এবং সুযোগ। আর যে যেভাবে এই সুযোগ কাজে লাগাতে পারবে তার জন্যই ততোই ভালো।'

ত্রিদেশীয় সিরিজের হতাশা কাটাতে ভালো একটি উপলক্ষ হতে পারে টেস্ট সিরিজ। ঘরের মাঠে টাইগাররা পারবে তো? বলে দেবে সময় আর টাইগারদের পারফরম্যান্স। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়