শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:০১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আবারও সেরা অবস্থানে উঠে এসেছে পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বারের মতো সেরা অবস্থান দখল করলো পাকিস্তান। র‌্যাংকিংয়ে ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে তারা। ১২৩ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ১২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। সংক্ষিপ্ত পরিসরের এই ক্রিকেটে বাংলাদেশের অবস্থান দশম।

গতকাল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ছিল। ঐ ম্যাচে ১৮ রানে জয় পেয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেও তারা জয় পেয়েছিল। আর প্রথম ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সুতরাং, সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান।

১২৪ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। আর ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সিরিজ শুরু করেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শেষে পাকিস্তানের দুই পয়েন্ট বেড়েছে। আর নিউজিল্যান্ডের তিন পয়েন্ট কমেছে।

আইসিসি টি-টোয়েন্টি সর্বশেষ র‌্যাঙ্কিং

১. পাকিস্তান-রেটিং ১২৬

২. নিউজিল্যান্ড-রেটিং ১২৩

৩. ভারত-রেটিং ১২১

৪. ইংল্যান্ড-রেটিং ১১৯

৫. ওয়েস্ট ইন্ডিজ -রেটিং ১১৫

৬. দক্ষিণ আফ্রিকা-রেটিং ১১২

৭. অস্ট্রেলিয়া-রেটিং ১১১

৮. শ্রীলঙ্কা-রেটিং ৮৮

৯. আফগানিস্তান-রেটিং ৮৬

১০. বাংলাদেশ-রেটিং ৭৬

  • সর্বশেষ
  • জনপ্রিয়