শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৯ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন না করে বিচারপতি নিয়োগ অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো : ব্যারিস্টার আমীর

এস এম নূর মোহাম্মদ : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর উল ইসলাম বলেছেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আইন করার যে নির্দেশ ছিল সেটি এখনো করা হয়নি। সংবিধানে এ ব্যাপারে যা বলা আছে সেটি আমাদের নজরে আসছে না। এর ফল আমরা পাচ্ছি এবং পেতে থাকবো। একটা সময় আসবে, যখন এটা আমাদের বড় সংকটে পরিণত হবে। যার উপসর্গগুলো আমরা এরইমধ্যে দেখতে পাচ্ছি। আইন না হওয়াতে আমরা এডহক ভিত্তিতে নিয়োগ দিচ্ছি। এটা একটা আন্দাজে ঢিল ছোঁড়ার মতো।

রোববার সুপ্রিম কোর্টে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার আমীর। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের ‘জনস্বার্থ মামলার রায়’ বইয়ের মোড়ক উন্মোচন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মনজিল মোরসেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, বারের সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।

ব্যারিস্টার আমীর বলেন, সংবিধানকে লঙ্ঘন করে আমরা কিভাবে বিচারপতি নিয়োগ দিব? আমাদের সংসদ তো অনেক আইন করতে চায়। বলতে চান কিভাবে বিচারক বিদায় করা যায়, সে আইনও করবে। কিন্তু বিচারপতি নিয়োগের যে নির্দেশ দেওয়া আছে আমাদের সংবিধানে সেই আইনটি পাশ করা হয়নি।

তিনি বলেন, আইন করার জন্যতো রিট করা যাবেনা। তবে আমরা জনমত তৈরির জন্য চেষ্টা করতে পারি। সবাই মিলে দ্রুত এটা করা দরকার। মনে বড় কষ্ট বহন করে চলেছি। কেননা যে অধ্যায়টা বিচারবিভাগের জন্য লিখেছিলাম সেটা এখনো পূরণ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়