শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ চার বছর পূর্তি দশম সংসদের

প্রতিবেদক : বহুল আলোচিত দশম সংসদের চার বছর পূর্তি আজ। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয় এই সংসদ। নবম সংসদের বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে ওই নির্বাচন বর্জন ও প্রতিহতের কর্মসূচি পালন করে। চরম রাজনৈতিক সহিংসতা ও দেশজুড়ে অরাজক পরিস্থিতির মধ্যেই ওই নির্বাচনে জয়লাভ করে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

ওই বছরের ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জাতীয় পার্টি সংসদের বিরোধী দলের আসনে বসে। যদিও সরকারের মন্ত্রিসভায়ও অংশ নেয় তারা। এই সংসদের শুরু থেকেই ঘরে-বাইরে নানা সমালোচনা সত্ত্বেও ভালোভাবেই চার বছর পূরণ করল আওয়ামী লীগ। আজ সংসদের বৈঠকে চার বছর পূর্তি উপলক্ষে অনির্ধারিত আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সংসদের বাইরে থাকা বিএনপি এই সংসদকে হাস্যকর ও অকার্যকর হিসেবে আখ্যায়িত করলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষ থেকে এই সংসদকে অত্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে।

গত এক বছরের সংসদের বৈঠকে বাজেট অধিবেশন ছাড়া অন্যান্য অধিবেশনে বেশ কয়েকবার বিচার বিভাগ ও সরকারের টানাপড়েন নিয়ে কথা বলেছেন সাংসদরা। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আলোচনায় অংশ নিয়েছেন। এমনকি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও বক্তব্য দেন।

গত বাজেট অধিবেশনে সঞ্চয়পত্রে সুদের হার কমানো এবং ব্যাংক আমানতের ওপর সুদের বাড়তি হারের জন্য বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রীরাও তাদের সহকর্মী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন।

একই সঙ্গে ভ্যাট, আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সদস্যরাও কথা বলেছেন।

গত সেপ্টেম্বরে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে জাতীয় সংসদে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। তবে এর আগে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয় সংসদ। গত ৯ জুলাই অধিবেশনে এ নিয়ে আদালতের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সরকারি ও বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যরা।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যু, ২৫ মার্চ গণহত্যা দিবস, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন করার একটি প্রস্তাব সংসদে গৃহীত হয়েছে।

এর বাইরে চলতি বছরই বাংলাদেশ জাতীয় সংসদের তত্ত্বাবধানে ও আয়োজনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। যেটাকে চলমান দশম সংসদের সাফল্য হিসেবেই বলে আসছেন সংসদ সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়