শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবহৃত কাপড় কিনে পরতেন ৭ হাজার কোটি ডলারের মালিক!

মরিয়ম চম্পা : মৃত্যুর পরই বেড়িয়ে এসেছে হাজার কোটি ডলারের মালিকের জীবন-যাপনের নানা তথ্য। ফার্নিচারের জন্য বিশ্বখ্যাত আইকিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ও সুইডিস নাগরিক ইংভার কাম্পার্ড ৭ হাজার কোটি ডলারের মালিক হয়েও ব্যাবহৃত পুরনো কাপড় কিনে পরতেই স্বাচ্ছন্দ বোধ করতেন। শনিবার এক টুইট বার্তায় আইকিয়া কোম্পানি জানায়, ইংভার ৯১ বছর বয়সে সুইডেনের স্মল্যান্ড’র বাড়িতে মারা গেছেন।

মাল্টিন্যাশনাল কোম্পানি আইকিয়ার ৪৯টি দেশে প্রায় ৪১২টির মতো নিজস্ব স্টোর রয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম খুচরো আসবাবপত্র বিক্রেতা হিসেবে খ্যাতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানির এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘তিনি বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তা ছিলেন। তিনি খুব শান্তিপূর্ণভাবেই মারা গেছেন।’

মাত্র ১৭ বছর বয়সে মি. কাম্পার্ড আইকিয়া কোম্পানির যাত্রা শুরু করেন। ১৯৪৩ সালে শুরু হওয়া আইকিয়া এখন বিশ্বের সবচেয়ে স্বীকৃত ব্র্যান্ড মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানের নাম শুরুতে আই.কে ছিল পরবর্তীতে তিনি যেখানে বড় হয়েছেন সেখানকার ফ্যামিলি ফার্ম লমটেয়ার্ডের সাথে মিল রেখে প্রথম অক্ষর ই এবং তার গ্রামের বাড়ি আগুনার্ডের প্রথম অক্ষর এ দিয়ে আইকিয়া নাম রাখেন।

সর্বপ্রথম তিনি ফ্ল্যাট প্যাকড ফার্নিচারের আইডিয়া দিয়ে শুরু করলেও তার বন্ধুর পরমর্শে পূর্ণাঙ্গ ফার্নিচারের ব্যবসা শুরু করেন। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়