শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রাফিক পুলিশের অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা

নুরুল আমিন হাসান: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩ লাখ ২১ হাজার ৭০০ টাকা জরিমানা ও ২ হাজার ৪৮৫টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় শনিবার সারা দিনে এসব মামলা দায়ের করা হলেও রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাজধানীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩ লাখ ২১ হাজার ৭০০ টাকা জরিমানা ও ২ হাজার ৪৮৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৮টি গাড়ি ডাম্পিং ও ৫৩৬টি গাড়ি রেকার করা হয়।

এছাড়া উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২২১টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১০৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১১টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপশি ট্রাফিক আইন অমান্য করার দায়ে ৪৯৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৩১টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলেও ডিসি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়