শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক হয়ে কাজ করতে হবে

আসাদ্জ্জুামান সম্রাট : স্পিকার শিরীন শারমিন চৌধুরী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ঊনবিংশতম সমাবর্তনে সমাবর্তন বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, সমাজ থেকে দারিদ্র্য ও অসমতা দূর করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউকে পিছনে ফেলে রাখা উচিত নয়- এ মন্ত্রে দীক্ষিত হয়ে আত্মনিয়োগ করলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

স্পিকার বলেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হবে এশিয়া মহাদেশ। বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে। জ্ঞাননির্ভর এ বিশ্বে মেধার চর্চার বিকল্প নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতা- সে কারণে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে জ্ঞান চর্চায় নিমগ্ন হতে হবে।

শিরীন শিারমিন বলেন, সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এজন্য সবাই মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে সুনামের সঙ্গে দেশ-বিদেশে কাজ করবে বলে তিনি আশা করেন।

গ্র্যাজুয়েট তরুণদের জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার পরামর্শ দেন স্পিকার। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, ফাউন্ডিং ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং উপাচার্য এম ওমর রহমান বক্তব্য দেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইইউবির এর এক হাজার ১১৯ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয় এবারের সমাবর্তনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়