শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ টেস্টে ১২০ উইকেটেরই পতন

[caption id="attachment_445174" align="alignleft" width="500"] TOPSHOT - South African bowler Morne Morkel (C) celebrates the dismissal of Indian batsman Cheteshwar Pujara (Bottom L) during the second day of the second Test cricket match between South Africa and India at Supersport cricket ground on January 14, 2018 in Centurion, South Africa. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA (Photo credit should read GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)[/caption]

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে শনিবার শেষ হয়েছে দেশটির সাথে ভারতের তিন টেস্টের সিরিজ। প্রথমবারের মত সেখানে টেস্ট সিরিজ জেতা, টানা ১০ সিরিজ জয়ের রেকর্ড গড়া- এমন কিছু স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শেষপর্যন্ত ২-১ ব্যবধানে তারা সিরিজটি হেরেছে। তবে এমন কিছু রেকর্ড হয়েছে যা টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে আগে কখনই হয়নি। তিন টেস্টের ১২ ইনিংসে দুই দল মিলে মোট ১২০ উইকেটের প্রতিটিই হারিয়েছে।

পুরো সিরিজটিই ছিল ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি। সেঞ্চুরি হয়েছে মাত্র একটি। অথচ বোলাররা ৫ উইকেট নিয়েছেন চারবার। দক্ষিণ আফ্রিকা বরাবরই পেসারদের স্বর্গভূমি। এই সিরিজ তা আরও ভালমত প্রমাণ করে দিয়েছে। মোট ১০৬ উইকেটই নিয়েছেন তারা। আর শেষ টেস্টের ৪০টি উইকেটই শিকার করেছেন দুই দলের পেসাররা। ১২০ উইকেটের মধ্যে মোট ৬টি উইকেট গিয়েছে রান আউটের খাতায়। বাকি ১১৪ উইকেট শিকার করেছেন বোলাররা। তিন টেস্টের সিরিজে এর আগের রেকর্ড ছিল ১১৮ উইকেটের। টি-টুয়েন্টির ধুম-ধাড়াক্কার যুগে এখন বোলাররা হয়ে গেছেন অবহেলিত প্রাণি। তবে এই সিরিজের পারফরম্যান্স তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

সিরিজের শেষ জোহানেসবার্গ টেস্টে প্রোটিয়াদের ২০ উইকেট নিয়েছেন ভারতীয় পেসাররা। যা তাদের জন্য প্রথম। এছাড়া সিরিজে দক্ষিণ আফ্রিকার মোট ৬০ উইকেটেরই পতন হয়েছে। যার ৫৭টিই নিয়েছেন ভারতীয় বোলাররা। সিরিজ হারার পরও এমন পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি, 'সিরিজে বোলাররাই ছিলেন সবচেয়ে ইতিবাচক দিক। আমরা আগে কখনোই প্রতিপক্ষের ৬০টি উইকেট পাইনি। এখন শুধু কিছু ভুল শোধরাতে হবে।'

প্রথম দুই টেস্ট হারলেও শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ভারত। কোহলির মতে ব্যাটসম্যানরা উন্নতি করতে পারলেই ম্যাচ জেতা সম্ভব, 'একজন ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি, প্রতিকূল পরিবেশকে যত ভালভাবে সামলাতে পারব দেশের বাইরে তত ভাল করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়