শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি না মানলে লাগাতার ধর্মঘটে যাবেন শিক্ষকরা

আনিস রহমান: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১৪ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনকারীরা বলছেন, রোববারের মধ্যে তাদের দাবি না মানা হলে সোমবার থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট শুরু করবেন শিক্ষকরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ১৮তম দিনে শিক্ষকরা এ হুঁশিয়ারি দেন। এর আগে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম গত ২৩ থেকে ২৫

জানুয়ারি সারা দেশে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ধর্মঘট ও প্রেসক্লাবের সামনে আমরণ অনশন পালন করছে।

লিয়াজোঁ ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক বলেন, মাধ্যমিক থেকে শুরু করে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন। তবে সরকার চাইলে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করতে পারেন। আমরণ অনশনের একটানা ১৪ দিনে গতকাল শনিবার ৭ জনসহ মোট ১৫৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন।

লিয়াজোঁ ফোরামের প্রেসসচিব এনামুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা যেসব বৈষম্যের শিকার তা দূর করা এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ।

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার পাশে গত ১০ জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি ও ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন পালন করে যাচ্ছেন। সূত্র: ডিবিসি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়