শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে ধর্মঘট ঠেকাতে কারফিউ জারি, ইন্টারনেট পরিষেবা বন্ধ

ওমর শাহ: ভারতীয় সেনাদের গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে কাশ্মীরে। ধর্মঘট পালন করছে প্রদেশটির বিক্ষুদ্ধ জনগণ। রোববার ধর্মঘট ঠেকাতে কারফিউ জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত শনিবার বিকালে সোপিয়ানের গানাউপোড়া গ্রামের উপর দিয়ে সেনাবাহিনীর একটি কনভয় যাচ্ছিল। এসময় প্রায় ২০০ জন যুবক বিক্ষোভ করছিল। সেনাবাহিনীর কনভয়ের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনা জওয়ানরা। তাঁদের গুলিতে দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়। নিহতদের নাম জাভেদ আহমেদ ভাট (২০) এবং সুহিল জাভেদ লোন (২৪)। এসময় আরও সাতজন সেনা জওয়ান আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে একাধিক সংগঠনের পক্ষ থেকে রোববার ধর্মঘট ডাকা হয়েছে ।

এ দিকে সেনাদের গুলিতে দুই যুবকের মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। শনিবার কাবুলে অ্যাম্বুলেন্সে বোমা ফেটে ১০০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি টুইট করেছিলেন। কিন্তু সোপিয়ানের ঘটনায় তিনি কোনও টুইট করেননি। এই ঘটনার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ মুফতির উদ্দেশ্যে টুইট করেন, ‘কাবুলের ঘটনায় আপনি শোক প্রকাশের ভাষা খুঁজে পেলেও সোপিয়ানে নিরীহ মানুষের মৃত্যুতে আপনি ভাষা খুঁজে পেলেন না!’ সূত্র: ফার্স্ট পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়