শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনার মাহবুব আলম অতি. ডিআইজি হলেন

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: বিসিএস পুলিশ ক্যাডার ১৮ তম ব্যাচের কর্মকর্তা মো. মাহবুব আলম (পিপিএম) অতিরিক্ত উপ মহা-পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-০১ অধিশাখা এ প্রজ্ঞাপন জারি করেন। অত্যন্ত বিনয়ী, সৎ, দক্ষ ও সুনামের অধিকারী কুমিল্লার হোমনার এই কৃতি সন্তান মাহবুব আলমের পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন- হোমনা উপজেলা প্রেসক্লাব, হোমনা এনলাইটেন্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশন (হেপা), অধ্যাপক আবদুল মজিদ কলেজ ফ্রেন্ডস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান সরকার, বিসিআইসি কলেজের প্রভাষক মীর মো. মাসুদুজ্জামান, গাজীপুর সমাজসেবা অধিদপ্তর দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-সহকারী পরিচালক এটিএম মোহিতুল ইসলাম সোহাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফসহ অন্যান্য সংগঠন ও ব্যক্তিরা।

তিনি কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত উসমান গনি সরকার ও মাতার নাম মৃত জয়ফুন্নেছার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে মাহবুব আলম চতুর্থ। শিক্ষাজীবনে তিনি ১৯৮৭ সালে হোমনা

উপজেলার দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি, ১৯৮৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে ১৯৯২ সালে সম্মান এবং ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরিবারের অন্যান্য সদস্যরাও অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে চলেছেন।

মাহবুব আলমের বড় ভাই অ্যাডভোকেট আলী আশরাফ কুমিল্লা জজ কোর্টে আইনপেশায় রয়েছেন, মেজ ভাই চর্ম ও যৌন রোগ বিশেজ্ঞ ডাক্তার মো. হানিফ কবির, কনিষ্ঠ ভাই এস এম নজরুল ইসলাম উপসচিব ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে কর্মরত আছেন। বড় বোন হাসনা বেগম গ্রহিণী এবং সবার ছোট বোন হেলেনা নার্গিস স্কুল শিক্ষক।

তিনি বর্তমানে টাংগাইল জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। বিদেশী মিশনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকুরিজীবনে তিনি পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ দুই দুইবার পিপিএম পদক অর্জন করেন।

ব্যক্তি জীবনে মাহবুব আলম ২ মেয়ে ও ১ ছেলের জনক, স্ত্রী দেলোয়ারা বেগম গৃহিণী, দুই মেয়ে আফরা নাওয়ার ও জারিন সাদাফ ভিকারুন্নেছানুন স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ছোট ছেলে নাফিস নুরাজ। তিনি সকলের ভালবাসা ও দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়