শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপের এসএসসি পরীক্ষার্থী ইয়াসমিন নিখোঁজ

ফরহাদ আমিন,টেকনাফ: টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের ১জন নিয়মিত ছাত্রী ও এবারের এসএসসি পরীক্ষার্থী রহস্যজনক নিখোঁজ হয়ে গেছে বলে জানা যায়।

২৭ জানুয়ারী সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজ্জল ভৌমিক এতথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দ্বীপ এলাকায় তোলপাড় চলছে।

জানা যায়, সেন্টমার্টিন দ্বীপ দক্ষিণপাড়া এলাকার আমিনুল্লাহ মেয়ে ইয়াসমিন আক্তার (১৭) সেন্টমার্টিন দ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের ১জন নিয়মিত ছাত্রী ছিলেন। ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এবারের এসএসসি পরিক্ষায় অংশ নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল।

পরিবারের আর্থিক দৈন্যতার কারণে দয়াপরবশত হয়ে সেন্টমার্টিন দ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ এর অসহায় গরীব ১জন নিয়মিত ছাত্রীর লেখাপড়া চালিয়ে যেতে পরীক্ষার ফি এবং খরচ নিজেরাই বহন করেছিলেন।

শনিবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজ্জল ভৌমিক জানান, ‘এসএসসি পরীক্ষা অতি সন্নিকটে হওয়ায় পরীক্ষার্থীদের খোঁজ নিতে গিয়ে জানা গেছে পরীক্ষার্থী ইয়াসমিন আক্তার পরীক্ষার প্রস্তুতির জন্য টেকনাফে অবস্থান করছিল। হঠাৎ সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়।

২৬ জানুয়ারী বিকাল থেকে আর হদিস পাওয়া যাচ্ছেনা। বাবা-মা এব্যাপারে কোন সদুত্তর দিতে পারছেন না। বিষয়টি সাথে সাথে সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ এবং টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিককে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান, বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত অভিভাবকরা বিয়ে দেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে অনত্র লুকিয়ে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়