শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করিমুলকে সেলফি তুলতে সাহায্য মোদির

হাসান : সেলফিতে নরেন্দ্র মোদি ও করিমুল হকদিল্লি, ২৭ জানুয়ারি : স্মার্ট ফোন কিনলেও এখনও তার ব্যবহারে বিশেষ সড়গড় হয়ে উঠতে পারেননি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করলেও কীভাবে তা তুলবেন বুঝতে পারছিলেন না। প্রধানমন্ত্রী বিষয়টি বুঝতে পেরে নিজেই ফোনটি হাতে নিয়ে সেলফি তুলে দেন। গতকাল রাষ্ট্রপতির ভবনের ঘটনা। প্রধানমন্ত্রী যাঁকে সেলফি তুলতে সাহায্য করেন তিনি মালবাজারের বাসিন্দা পদ্মশ্রী করিমুল হক।

গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ছিলেন করিমুল হক। করিমুল ছাড়াও একাধিক পদ্মশ্রী প্রাপক, ASEAN দেশগুলির প্রধানরা ও কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন মনমোহন সিং, রাহুল গান্ধি ও হামিদ আনসারি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করিমুল সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করেন। অনুরোধ শুনে প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও করিমুল তাঁর ফোনটি দিয়ে সেলফি তুলতে ব্যর্থ হন। তখন প্রধানমন্ত্রী করিমুলের হাত থেকে ফোনটি নিয়ে সেলফি তোলেন।

করিমুল বলেন, “স্মার্ট ফোন ব্যবহার এখনও ঠিকভাবে রপ্ত করতে পারিনি। তাই কীভাবে সেলফি তুলব বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আমার হাত থেকে ফোনটি নিয়ে সেলফি তুলে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমার অ্যাম্বুলেন্স পরিষেবা কেমন চলছে, তা উনি জানতে চান। গত বছর আমি প্রধানমন্ত্রীর কাছে মালবাজারে চেল নদীর উপর সেতু তৈরির দাবি রেখেছিলাম। সেতু তৈরির কাজ শুরু হয়েছে কিনা, সেই বিষয়েও তিনি খোঁজ নেন। আমি জানালাম যে, সেতু তৈরির কাজ এখনও শুরু হয়নি। শিগগিরই সেতু তৈরির কাজ শুরু হবে বলে তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়